ফরহাদনগর ইউনিয়ন ফেনী সদর উপজেলার দক্ষিণ পূবাঞ্চলে মনোরম প্রাকৃতিক আবহে এটির অবস্থান। এ ইউনিয়নের বুক চিরে বয়ে গেছে শান্ত শীতল কালিদাস পাহালিয়া নদী ও মুহুরী নদী। ফরহাদনগর ইউনিয়নের উত্তরে ফাজিলপুর ইউনিয়ন, দক্ষিনে সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়ন, পশ্চিমে লেমুয়া ইউনিয়ন এবং পূর্বে ছাগলনাইয়া উপজেলার ঘোপাল এবং চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার ধুম ইউনিয়ন অবস্থিত। ইতিহাস ঐতিহ্যের দিক থেকে এ অঞ্চলের ব্যাপক সুনাম রয়েছে এবং ঐতিহ্যের সে ধারা এখনো অভ্যাহত রয়েছে। অসংখ্য জ্ঞানী-গুনি ও সাধকেরজন্ম এখানেই।মহান মুক্তিযুদ্ধে এ অঞ্চলের শতশত তরুণ, যুবক সর্বস্ব বিলিয়ে লাল সবুজের পতাকা অর্জনে যাপিয়ে পড়ে। কালপরিক্রমায় ফরহাদনগর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় আচার অনুষ্ঠান, খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল রেখে চলেছে।
(ক) নাম: ১3নং ফরহাদনগর ইউনিয়ন পরিষদ
(খ) আয়তন: 07 বর্গ মিচার
(গ) লোক সংখ্যা: ২4,৩৬২ জন(২০০১ সালের আদমশুমারী অনুযায়ী)
(ঘ) গ্রামের সংখ্যা: 11 টি
(ঙ) মৌজার সংখ্যা : ০৯ টি
(চ) হাট বাজার সংখ্যা: ০3 টি
(ছ) উপজেলা সদর থেকে যোগাযোগের মাধ্যম: রিক্সা ও সিএনজি
(জ) শিক্ষর হার:
(১) সরকারী প্রাথমিক বিদ্যালয়: ০9টি
(ক) উত্তর ফরহাদনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়
(খ) মধ্যম ফরহাদনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়
(গ) দক্ষিন ফরহাদনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়
(ঘ) কে এম ঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়
(ঙ) চরকালীদাস সরকারী প্রাথমিক বিদ্যালয়
(চ) চরলালা সরকারী সরকারী প্রাথমিক বিদ্যালয়
(ছ) পূর্ব সুলতানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়
(জ) নৈরাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়
(ঝ) সুবলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়
(2) উচ্চ বিদ্যালয়: ৩টি
(ক) খাইয়ারা উচ্চ বিদ্যালয়
(খ) মাহবুবুল হক উচ্চ বিদ্যালয়
(গ) আদর্শ উচ্চ বিদ্যালয়
(3) মাদরাসার : 2টি
(ক) চরকালীদাস সোবহানীয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা
(খ) ফরহাদনগর ওমরিয়া ফারুকিয়া দাখিল মাদ্রাসা
(4) ঐতিহাসিক/ পর্যটন স্থান : নেই।
(5) গ্রাম সমূহের নাম :
1. উত্তর ফরহাদনগর
2. মধ্যম ফরহাদনগর
3. দক্ষিন ফরহাদনগর
4. কে.এম.ঘোনা
5. চরকালীদাস
6. চরলালা
7. চরকালীদাস
8. 96 চরকালীদাস
9. পূর্ব সুলতানপুর
10. নৈরাজপুর
11. সুবলপুর
(ত) ইউনিয়ন পরিষদেরজনবল :
১। নির্বাচিত পরিষদ সদস্য- ১৩ জন।
২। ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা- ১ জন।
৩। উদ্যোক্তা-১ জন
4। ইউনিয়ন গ্রাম পুলিশ- ৯ জন।
চিত্রে ইউনিয়ন
যোগাযোগ ব্যবস্থা
ফেনী সদর উপজেলা থেকে ইউনিয়ন পরিষদের দূরত্ব প্রায় ১৫কিলোমিটার।
উপজেলা থেকে ইউনিয়নের যাতায়াত ব্যবস্থা:
(১) লোকাল ভাড়ার হার : 120-150 টাকা।
(২) সিএনজি ভাড়ার হার : 300-400 টাকা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস